Offer India

বিশেষ সক্ষম আবদুল্লার হাতেই ফুটে উঠছে কালীর শক্তিদায়িনী রূপ

মানসিক প্রতিবন্ধী আবদুল্লা। সেই সঙ্গে শ্বাসনালিতেও সমস্যা তাঁর। কথা বলতে অসুবিধা হয়। সেই আবদুল্লার হাতের জাদুতেই শ্যামা কালীর শক্তিদায়িনী রূপ ফুটে উঠছে সোনারপুরের স্টুডিওতে।